৯২ তম অস্কারের মঞ্চে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের বিভাগে ভারতকে প্রতিনিধিত্ব করতে চলেছে তাঁদের ছবি ‘গালি বয়’। সবাইকে পিছনে ফেলে যেন ‘গালি বয়’-এর গানই সত্যি হল, ‘আপনা টাইম আয়েগা…’। আর সে কথাই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে জানান দিলেন ‘গালি বয়’ জুটি রণবীর সিং ও আলিয়া ভাট।
রণবীর ও আলিয়া দু’জনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের মনের কথা শেয়ার করেছেন। জুরি সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাঁদের ট্যুইট যেন এক সুরে গাইছে, আপনা টাইম আয়েগা।
Read More News
শনিবার এই খবর শেয়ার করেছেন গুনিত মোংগা। তিনি গত বছর অস্কার জয়ী ‘পিরিয়ড’ নামে একটি ডকুমেন্টারির অন্যতম প্রযোজক। ট্যুইটারে ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তিনি। মুম্বই-এর রাস্তা ও বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তি র্যাপ-এর মাধ্যমে কীভাবে একজন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন, তাঁর জীবনের লড়াই ও স্বপ্নের পিছনে দৌড়ের গল্পই দেখানো হয়েছে গালি বয়-তে।
ছবিটি ২০১৯-এ বাহরিন ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রেমিয়ারের সুযোগ পায়। ছবিতে রয়েছেন কাল্কি কেঁকলা, বিজয় রাজ ও সিদ্ধান্ত চতুর্বেদী। ছবির পরিচালক জোয়া আখতার।