শ্যুটিংয়ের জন্য কোথায় না থেকেছেন ‘রিচা চাড্ডা’

ছবির শ্যুটিংয়ের জন্য কোথায় না যেতে হয় নায়ক-নায়িকাদের। সঙ্গে অবশ্যই থাকে মেকআপ-ভ্যান, বিলাসী হোটেলের ব্যবস্থাও। তবে অনেক সময় সেইসময়কে তোয়াক্কা না করেও ছবির জন্য শ্যুটিং চালিয়ে যেতে হয়। এমনই এক অভিজ্ঞতার কথা শোনালেন বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা। সুইত্‍জারল্যান্ড থেকে বারেলি-সব জায়গাতেই স্যউটিংয়ের জন্য তাঁকে যেতে হয়েছে।
Read More News

রিচা চাড্ডা জানিয়েছেন, কিছু ভালো সময় থাকে। যখন আমরা গ্যাংস অফ ওয়াসিপুরের জন্য শ্যুটিং করছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ছবি ছিল, তখন শহর পেরিয়ে এক আনপারায় শ্যুটিং চলছিল। উত্তরপ্রদেশের একটি থোট্ট শহর। সেখানে কোনও হোটেলই নেই। ফলে সরকারি গেস্ট হাউস বা কালেক্টরের অফিসে থাকা ছাড়া উপায় ছিল না। যদি যেখানে কোনও বাড়তি রুম থাকে তবেই থাকা যাবে নাহলে নয়। শুধু তাই নয়, ওই শহরের পোস্ট অফিসে পর্যন্তও থাকতে হয়েছে। এই সিনেমার শ্যুটিংয়ের জেরে আমি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম। যেমন সকালে গরম জলের জন্য গিজার চালানো হয়েছিল, সেটি প্রায় ৪ থেকে ৫ ঘন্টা পর জল গরম হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *