বলিটাউনের হার্টথ্রব মিলিন্দ আর তাঁর বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড় আলিবাগে চুপিসারে মেহেন্দি সেরে ফেলেছিলেন। এরপরেই কোটি কোটি ফ্যানেদের মনে আগু জ্বালিয়ে বিয়ে। গুয়াহাটির বাসিন্দা অঙ্কিতা পেশায় ‘এয়ার এশিয়া’-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ। আসল নাম, সুনকুষ্মিতা কোনওয়াড়।
Read More News
সোমন এখন ৫৩, অঙ্কিতা ২৪। এত কম বয়সি একটি মেয়েকে বিয়েও করেছেন এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখি পড়তে হয় সোমনকে।