উন্নত চিকিৎসা নিতে ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর গেছেন জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর।
এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এর কারণে তার শরীরের ওজন কমাসহ নানা সমস্যা দেখা দিচ্ছিল। এড্রেনাল গ্লান্ড একটু বড় হয়ে গেছে। এসব সমস্যা থেকে তিনি ভালোর দিকে যাচ্ছেন। তবে এন্ড্রু কিশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োপসির রিপোর্ট পাওয়া যাবে ছয় সপ্তাহ পর। তার আগে শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই শিল্পী।
Read More News
জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ছেড়ে হোটেলে থাকছেন এন্ড্রু কিশোর। শনিবার তার দেশে ফেরার কথা থাকলেও রিপোর্ট না পাওয়া পর্যন্ত আরো কয়েক দিন সিঙ্গাপুর থাকতে হবে তাকে। অপেক্ষা করছেন সব টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার।