দ্বিতীয় বার বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন টেলিভিশন ও নাট্য অভিনেত্রী কাম্যা পঞ্জাবী। আর কিছুদিনের মধ্যেই তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁর প্রেমিক সালাভ দাং-কে। তাঁর প্রথম স্বামী বান্টি নেগির সঙ্গে প্রায় সাত বছর আগে ডিভোর্স হয় তাঁর।
মাত্র একমাস আগেই তাঁকে প্রোপোজ করেছিলেন সালাভ। আমার এক বন্ধুর কথায় ফেব্রুয়ারি মাসে কিছু শারীরিক সমস্যার জন্যে পরামর্শ নিতে সালাভের সঙ্গে যোগাযোগ করি। আমাদের আলাপ ভালোই জমে ওঠে। তারই একমাসের মধ্যে ও আমাকে বিয়ের জন্যে প্রোপোজ করে। ওঁর প্রেমে পড়ে নিজেকে টিনএজার মনে হচ্ছে। ভেঙে যাওয়া বিয়ে এবং ব্যার্থ বেশ কিছু সম্পর্কের পর আবার বিয়ের কথা ভাবা বেশ কঠিন ছিল আমার জন্যে। তাই কিছুটা সময় চেয়ে নিয়েছিলাম। সালাভই বিয়ের প্রতি আমার বিশ্বাস ফিরিয়ে আনে। ’
Read More News
এই মুহূর্তে ৯ বছরের মেয়ে আরা-র সিঙ্গল মাদার কাম্যা। তিনি জানালেন সালাভকে বেজায় পছন্দ তাঁর মেয়েরও। আরা কোনও কারণে খুব জেদ করলে সালাভের কাছেই ছুটে যাই। আরা ওর কথা খুব শোনে। কাম্যা ও সালাভ ২০২০ সালেই সাত পাকে বাঁধা পড়বেন।