গতকাল মঙ্গলবার ঢালিউডের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ছবিতে বেশ আবেদনময়ী ভঙ্গিতে দেখা গেছে ফারিয়াকে। পোস্ট করা ওই ছবিটিতে লাইক ৬৫ হাজারের বেশি মানুষ।
Read More News
নুসরাতের ছবির পাশে অনেকেই আপত্তিকর মন্তব্য করেছেন। কেউ আবার তাকে ‘বাংলাদেশের সানি লিওন’, ‘মিয়া খলিফা’ আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার তাকে শালীন পোশাক পরারও পরামর্শ দিয়েছেন। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি নুসরাত।
নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিতে নায়কের ভূমিকায় আছেন শাকিব খান। এছাড়া ‘ভয়’ শিরোনামের একটি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। রাজা চন্দের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।