কারিনা কাপুর ছুটির দিন হলেও সকালে শরীরচর্চায় কোনও রকম কমতি রাখেন না। শুধু তাই নয়, তিনি একজন আদর্শ মা। যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণই চোখে চোখে রাখেন ছেলেকে। রবিবার সকালে যখম মা পুশ আপ আর স্ট্রেচিং করতে ব্যস্ত তখন ছেলে তৈমুর ট্রেডমিলে বসে এমনে দেখে চলেছে মাকে। মা কারিনা এখন খুবই ব্যস্ত। সব মিলিয়ে বাড়িতে খুবই কম সময় কাটাচ্ছেন কারিনা।
Read More News