নারী-পরুষ একসঙ্গে থাকতেই পারে এটা স্বাধীন দেশ

প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ ছবির একমাত্র আইটেম গান ‘বেড বয়’ তে পারফর্ম করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ব্যাপক খোলামেলা জ্যাকুলিনের এ গানটি এরইমধ্যে আলোচনায় চলে এসেছে।
Read More News

এদিকে সম্প্রতি ‘ড্রাইভ’ নামক একটি ছবির কাজ শেষ করেছেন জ্যাকুলিন। এ ছবির কাহিনীতে দেখা যাবে লিভ টুগেদার করেন তিনি এক তরুণের সঙ্গে। সম্প্রতি ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে এমন একটি বক্তব্য দিয়েছেন জ্যাকুলিন, যা বেশ সমালোচিত হচ্ছে। ছবিটির কাহিনী সম্পর্কে বলতে গিয়ে জ্যাকুলিন বলেন, ‘ড্রাইভ’ ছবিতে দেখা যাবে এর নায়ক ও আমি লিভ টুগেদার করি।

সমাজ বিষয়টিকে খারাপ চোখে দেখে। কিন্তু পর্দার মতো বাস্তবে আমি লিভ টুগেদারের পক্ষে। যদিও এখন আমি কারো সঙ্গে থাকছি না। তবে এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। নারী-পরুষ একসঙ্গে থাকতেই পারে। এটা কোন বিষয় না। এটা স্বাধীন দেশ। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। জ্যাকুলিনের এ সাক্ষাৎকারটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। এর মাধ্যমে আলোচনায় যেমন এসেছেন, তেমনি সমালোচনায়ও। কারণ লিভ টুগেদারের বিষয় নিয়ে জ্যাকুলিনের বক্তব্য মেনে নিতে পারছেন না অধিকাংশই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *