হিজবুল্লাহর ভয়ে ইসরায়েল সামরিক মহড়া স্থগিত

হিজবুল্লাহর ভয়ে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে তাদের পূর্বনির্ধারিত সামরিক মহড়া স্থগিত করেছে। গত ২৫ আগস্ট ইসরায়েলি বাহিনী লেবাননে ড্রোন পাঠানোর পর হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা এই আগ্রাসনের জবাব দেবে এবং ইসরায়েলজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে সামরিক মহড়া বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং লেবানন সীমান্তে যে কোনো ধরনের ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে।
এছাড়া ইসরায়েলি বাহিনী লেবাননের ‘কিরিয়াত শেমুনা’ এবং ‘আল-জলিল’ সীমান্ত এলাকায় বিমান চলাচল বন্ধ রাখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছে।
Read More News

এছাড়া লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি বাহিনীর তৎপরতা বেড়েছে। শনিবার সকালেও উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাবহরের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সেনাবাহিনীর কিছু সদস্যকে সিরিয়ার গোলান অঞ্চল থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *