বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
Read More News
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে, গত ২৬ জুন বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর গভীর ও নিরবচ্ছিন্নভাবে তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/২২২/১০৯/১১৪/১২০-বি (১) ধারায় বরগুনা থানার অভিযোগপত্র নং -২৮০ এবং ২৮০- (১) তারিখ ০১-০৯ ২০১৯ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়েছে। উল্লেখ্য, এজাহারনামীয় ১নং আসামি বন্দুকযদ্ধে নিহত হওয়ায় তাকে অত্র মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে, আর মিন্নিকে করা হয়েছে ৭ নম্বর আসামি।