মিন্নিসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
Read More News

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে, গত ২৬ জুন বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর গভীর ও নিরবচ্ছিন্নভাবে তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/২২২/১০৯/১১৪/১২০-বি (১) ধারায় বরগুনা থানার অভিযোগপত্র নং -২৮০ এবং ২৮০- (১) তারিখ ০১-০৯ ২০১৯ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়েছে। উল্লেখ্য, এজাহারনামীয় ১নং আসামি বন্দুকযদ্ধে নিহত হওয়ায় তাকে অত্র মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে, আর মিন্নিকে করা হয়েছে ৭ নম্বর আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *