১ সেপ্টেম্বর রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণের উপনির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। আসনটিতে মনোনয়নকে কেন্দ্র করে দ্বিধা-বিভক্ত জাপার সিনিয়র নেতারা। এরশাদ পরিবারের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন অন্তত চারজন।
জানা গেছে, ছেলে শাদ এরশাদকে এই আসন থেকে এমপি হিসেবে দেখতে চান রওশন এরশাদ। কিন্তু দলের স্থানীয় জাপার নেতাকর্মীরা তা মানতে নারাজ। তারা চান রংপুরের তৃণমূলকে প্রাধান্য দিয়ে প্রার্থী নির্বাচিত হোক। এতে দল আরও বেশি শক্তিশালী হবে। সেই সঙ্গে দলে নিজেদের অবস্থান আরও বেগবান হবে।
Read More News
পরিবার থেকে মনোনয়ন দৌড়ে এরশাদপুত্র সাদ এরশাদ ছাড়াও ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার, মামাত ভাইয়ের ছেলে মেজর (অব) খালেদ আখতার, মেরিনা রহমানের মেয়ে মেহেজেবুন্নেছা রহমান টুম্পাও মাঠে সক্রিয় রয়েছেন। অনেকেই পার্টির চেয়ারম্যান মহাসচিবসহ সিনিয়র নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে নির্বাচন করার আগ্রহ রয়েছে প্রয়াত এরশাদের সহোদর ও পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। সেক্ষেত্রে এ আসনে অনেক হিসেব-নিকেশ করে মনোনয়ন দিতে চান তিনি।
জিএম কাদের বলেন, নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য একটি বোর্ড গঠন করে দিয়েছি। তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।