মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর একসঙ্গে বিভিন্ন লোকেশনে পাড়ি দেন। কিছুদিন আগেই নিউ ইয়র্ক এবং মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। এবারও পাড়ি দিলেন কোনও পাহাড়ি শহরে, তবে কোথায় তা খোলসা করেননি কেউ।
দু’জনেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছুটির নানা মুহূর্তের ছবি। অর্জুন কাপুরের ছবিতে আবার মন্তব্য করেছেন তাঁর প্রিয় সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়া। লিখেছেন, ভুল করে ভালো দেখতে লাগছে!
Read More News
মালাইকা-অর্জুনের এই সব ছবি দেখলে আপনারও মন উড়ু উড়ু হতে বাধ্য। আর কিছুদিনের মধ্যেই তো পুজো… কিছুদিনের ছুটি অফিস থেকে ম্যানেজ করে বেরিয়ে পড়বেন নাকি কোনও রোম্যান্টিক হলিডেতে…