এবার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র বৌদি মোনালিসা ননদিনির সঙ্গে উষ্ণতায় মোড়া ছবি শেয়ার করলেন। ননদ-বউদির সম্পর্ক যে বেশ ভালো তা প্রায়শই বলেন তিনি। ক্রপ টপ আর সটসে দুজনেই বেডরুমে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন। আর সেই দুর্দান্ত মুহূর্তকেই ক্যামেরাবন্দী করলেন বৌদি।
Read More News
রিয়া আর মোনালিসা দুজনেই যে আগুন ছড়াচ্ছেন তা বলাই বাহুল্য। তবে আসল ঘটনা হল বৃহস্পতিবার ছিল রিয়ার জন্মদিন। আর জন্মদিনেই কিউট রায়বাঘিনীকে এই ছবিতেই শুভেচ্ছা জানালেন তিনি। ননদই যে তাঁর প্রিয় বন্ধু একথাও জানাতে ভোলেননি মোনালিসা।