এডিস ধ্বংসে শিগগিরই বাড়ি গিয়ে অভিযান চালানোর কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
Read More News
এদিকে ডেঙ্গু মোকাবিলায় এক হয়ে কাজ করতে স্থানীয় সরকার, স্বাস্থ্য, দুর্যোগ এই তিন মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশন, এটুআইসহ আরো দুটি সংস্থা নিয়ে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে যাত্রা শুরু করলো নতুন প্লাটফর্ম। চালু করা হলো ‘স্টপ ডেঙ্গু’ অ্যাপ। অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র জানান, শিগগিরই প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে চালানো হবে বিশেষ চিরুনি অভিযান।
মেয়র বলেন, প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমরা দেখবো যে এখানে লার্ভা পাওয়া যায় কিনা। তারপরেও যদি লার্ভা পাওয়া যায় তাহলে জরিমানা করা ছাড়া অন্য কোন গতি থাকবে না।
তবে এসব কার্যক্রম কেবল দু’ এক মাসের জন্য নয়, বছর জুড়েই পরিচালনা ও তার যথাযথ মনিটরিং এর কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, আমরা যদি সবগুলা জিনিসকে আমলে নেই তবেই একটা একটা কম্প্রিহেনসিভ এফোর্ট দেয়া যাবে। ডেঙ্গুকে দুর্যোগ ঘোষণা না করলেও, মোকাবিলায় পাশে থাকার কথা জানালেন প্রতিমন্ত্রী।