ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। মাতাল অবস্থায় ঘরে ফিরে অভিনব তাঁর সৎমেয়ে পলককে মারধর করেছেন। মেয়েকে নোংরা কথা বলারও অভিযোগ শ্বেতার। ওই সময় থানায় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে পলকও।
শ্বেতার অভিযাগ, ২০১৭ সাল থেকে অভিনব নাকি শ্বেতার প্রথম পক্ষের মেয়ে পলককে বিভিন্ন অশ্লীল ছবি দেখাতে শুরু করেন।
এদিকে, শ্বেতার সব অভিযোগ অস্বীকার করেছেন দ্বিতীয় স্বামী অভিনব কোহলি। তবে মাতাল অবস্থায় পলককে থাপ্পড় মেরেছেন বলে স্বীকার করেছেন।
Read More News
খবরে প্রকাশ, শ্বেতার অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে অভিনবকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এর এ, ৩২৩, ৫০৪, ৫০৬, ৫০৯ ও ৩৪২-এর ১৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রথম স্বামী রাজা চৌধুরীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ‘কৌসুতি জিন্দেগি কি’ অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাঁদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান।
ভোজপুরি অভিনেতা রাজা চৌধুরীর সঙ্গে বিয়ের পর কন্যাসন্তান পলকের মা হন শ্বেতা তিওয়ারি। পরে শ্বেতার সঙ্গে রাজার মনোমালিন্য শুরু হয়। রাজা শ্বেতাকে প্রকাশ্যে মারধরও করতেন বলে অভিযোগ রয়েছে।