বড় মেয়ে ত্রিশালার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন সঞ্জয় দত্ত। অভিনেতার ঘনিষ্ঠ এক বন্ধু সম্প্রতি জানান, ত্রিশালার সঙ্গে সঞ্জয় দত্তের বর্তমানে কোনো সম্পর্ক নেই। এমনকী, ত্রিশালার জীবনে কী ঘটছে, তার কোনো ইঙ্গিতও নেই সঞ্জয়ের কাছে। দূরত্বের জন্য না অন্য কোনো কারণে সঞ্জয় দত্তের সঙ্গে ত্রিশালার সম্পর্ক নেই, সে বিষয়ে তাঁর কাছে কোনো খবর নেই বলেও জানান ওই বন্ধু।
Read More News
একইরকম প্রশ্নবোধক শিরোনাম দিয়ে খবর ছেপেছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসও। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে সঞ্জয় দত্তের ৬০তম জন্মদিনে পরিবার, ইন্ডাস্ট্রির বন্ধুকুল ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ‘সঞ্জয় ’। কিন্তু বাবাকে শুভেচ্ছা জানাননি ত্রিশালা।
এদিকে, ইতালীয় প্রেমিকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন সঞ্জয়কন্যা ত্রিশালা দত্ত। গত ২ জুলাই হঠাৎই মারা যান তিনি। কয়েকদিন আগে ত্রিশালা জানান, শোক কাটিয়ে ওঠার চেষ্টা করে চলেছেন।
সঞ্জয় দত্ত ও তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা দত্ত। মেয়ের জন্মের পর ১৯৯৬ সালে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রিচা শর্মার। মায়ের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে দাদা-দাদির কাছে বড় হন ত্রিশালা।