‘ভারত’ ছবির সাফল্যের পর ‘দাবাং থ্রি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যে নিজের ব্রান্ড বিইং হিউম্যান এর পণ্যের প্রচারণাও চালাচ্ছেন তিনি। এ ব্রান্ডের টি শার্ট থেকে শুরু করে ইলেক্ট্রনিক সাইকেল, অনেক ধরনের পণ্য রয়েছে।
এবার বিইং হিউম্যান ব্রান্ডের ইলেক্ট্রনিক সাইকেলের প্রচারণা চালাতে দিল্লির লাল কেল্লা ঘুরেছেন সালমান। সেখানে সাদা পাঞ্জারি পরে বিইং হিউম্যান ব্রান্ডের সাইকেল চালাতে দেখা গেছে তাকে।
Read More News
পরে সেই ভিডিও সালমান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেছেন। সঙ্গে বিইং হিউম্যান সাইকেলের ওয়েবসাইটের লিঙ্ক জুড়ে দিয়েছেন। এ ওয়েবসাইট থেকে বিইং হিউম্যান ব্রান্ডের সাইকেলের বিষয়ে বিস্তারিত জানা যাবে।