জনপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী উদিত নারায়ণকে অপরিচিত একটি ফোন নম্বর থেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করেছেন খোদ শিল্পী। তাঁর বাসভবনের সামনে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
Read More News
উদিত নারায়ণ বলেছেন, এক মাস ধরে তিনি মুঠোফোনে মেরে ফেলার হুমকি পেয়ে আসছেন। মুম্বাইয়ের আম্বলি পুলিশ স্টেশনে এ ব্যাপারে তিনি অভিযোগ দায়ের করেছেন।
রাথমিক তদন্ত শেষে পুলিশ বলেছে, চুরি যাওয়া একটি ফোন থেকে সংগীতশিল্পীকে হুমকি দেওয়া হয়েছে। জানা যায়, যে মুঠোফোনটি খোয়া গিয়েছে, সেটি উদিত নারায়ণের ভবনের নিরাপত্তা প্রহরীর। জিজ্ঞাসাবাদে ওই প্রহরী বলেছেন, এক মাস আগে তাঁর ফোনটি চুরি যায়।