কাশ্মীরের বাগানে হাতভর্তি চূড়া নিয়ে নবাব বাদশার সঙ্গে ছবি পোস্ট করে গিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া পূজা বাতরা। বিয়ের তারিখ ঘোষণা হলেও বিয়ের ছবি কিছুতেই সামনে আসছিল না।
শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে গোপনে বিয়ে সারেন পূজা ও নবাব। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষে তাঁদের বিয়ের ছবি সামনে আসে। ৪ জুলাই, দিল্লিতে বিয়ের বাঁধনে আবদ্ধহন এই সেলেব নবদম্পতি।
Read More News
সোশ্যাল মিডিয়ায় এখন এঁদের ছবি ভাইরাল। বিয়ের অনুষ্ঠানের দিন পূজা পড়েছিলেন সবুজ রঙের শাড়ি ও গোলাপি দুপাট্টা। অন্যদিকে নবাবের পরনে ছিল বিজ কুর্তা-পাজা সঙ্গে পাগড়ি। অপর একটি ছবিতে দুজনকেই ট্র্যাডিশনাল আউটফেটেই দেখা গিয়েছে। রিসেপশনের দিন দুজনেই গ্রে রঙ পছন্দ করেছিলেন। তাই গ্রে লেহেঙ্গায় পুজা ও ম্যাচিং শেরওয়ানিতে নবাব ছিল একদম নবদম্পতির সাজে।