পুজা-নবাবের বিয়ের ছবি

কাশ্মীরের বাগানে হাতভর্তি চূড়া নিয়ে নবাব বাদশার সঙ্গে ছবি পোস্ট করে গিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া পূজা বাতরা। বিয়ের তারিখ ঘোষণা হলেও বিয়ের ছবি কিছুতেই সামনে আসছিল না।

শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে গোপনে বিয়ে সারেন পূজা ও নবাব। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষে তাঁদের বিয়ের ছবি সামনে আসে। ৪ জুলাই, দিল্লিতে বিয়ের বাঁধনে আবদ্ধহন এই সেলেব নবদম্পতি।
Read More News

সোশ্যাল মিডিয়ায় এখন এঁদের ছবি ভাইরাল। বিয়ের অনুষ্ঠানের দিন পূজা পড়েছিলেন সবুজ রঙের শাড়ি ও গোলাপি দুপাট্টা। অন্যদিকে নবাবের পরনে ছিল বিজ কুর্তা-পাজা সঙ্গে পাগড়ি। অপর একটি ছবিতে দুজনকেই ট্র্যাডিশনাল আউটফেটেই দেখা গিয়েছে। রিসেপশনের দিন দুজনেই গ্রে রঙ পছন্দ করেছিলেন। তাই গ্রে লেহেঙ্গায় পুজা ও ম্যাচিং শেরওয়ানিতে নবাব ছিল একদম নবদম্পতির সাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *