প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বিনোদন অঙ্গনের অন্যতম সেরা জুটি। এ যুগলের যে ছবি বা ভিডিওই প্রকাশ হোক তা মুহূর্তেই ভাইরাল।
Read More News
সদ্যই বিয়ে হয়েছে প্রিয়াঙ্কার ভাশুর জো জোনাস ও তারকা সোফি টার্নারের। তাঁদের বিবাহপরবর্তী অনুষ্ঠান এখনো চলছে। গত রাতে ইতালিতে হলো আরেকটি আয়োজন। সেখানে স্বামীর ‘সাকার’ গানটি গাইলেন প্রিয়াঙ্কা। নিকও সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। আর তারপরই তাঁদের উন্মাতাল নাচ। সঙ্গে ছিলেন কেভিন জোনাস, ড্যানিয়েল জোনাসও। নিক ও প্রিয়াঙ্কার সেই নাচগানের ভিডিও এখন অন্তর্জালে ঘুরছে।