বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ছুঁড়ে দেয়া ২৪০ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ভারত থেমে গেলেন ২২১ রানে।
Read More News
বিশ্বকাপ ইতিহাসের নকআউট পর্বে আট নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন জাদেজার দখলে। ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন জাদেজা।
এর আগে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৯ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।
২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৩ ওভারে ২২১ রান করে ভারত। আর ১৮ রানের জয় নিয়ে ফাইনালে উঠে নিউজিল্যান্ড।
বিশ্বকাপে ভারত এর আগে ফাইনাল খেলেছে ৩ বার। ৩ বারের ফাইনালে কাপ জয় করেছে ২ বার। ১৯৮৩ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হবার পাশাপাশি রানার্সআপ হয় ২০০৩ বিশ্বকাপে। তাদের সামনে ছিল চতুর্থ ফাইনাল খেলার হাতছানি।
আর নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে মাত্র ১ বার। ২০১৫ বিশ্বকাপে ঘরের মাঠে তারা হয়েছিল রানার্সআপ। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটলো নিউজিল্যান্ড।
র্যাঙ্কিংয়ে দু’দল:
আইসিসি’র সবশেষ র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ২ নম্বরে। আর এক ধাপ পরেই কিউইরা। ভারতের রেটিং পয়েন্ট ১২৩। নিউজিল্যান্ডের ১১২।