রাজধানীতে রিকশা শ্রমিকদের বিক্ষোভ

আজ সোমবার সকাল ১০টার দিকে মুগদা, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর প্রধান প্রধান সড়ক আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধে সিটি করপোরেশনের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন রিকশা শ্রমিকরা।

এক রিকশাচালক বলেন, আমগোর একটাই দাবি, যেভাবে রাস্তাটা আগে খোলা ছিল, সেইভাবে দিলে পরে আমরা সরকারের আর কোনো কিচ্ছু চাই না। আমাদের গাড়িটা যদি বন্ধ করে দেয়, তায় আমরা কীভাবে ঘর ভাড়া দেবো, কীভাবে স্কুলে পোলা-মাইয়া লেখাপড়া করাব। আমরা শুধু খাইটে খাবার চাই।
Read More News

পরে অবরোধ থেকে আগামীকাল মঙ্গলবার কুড়িল বিশ্বরোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে রিকশা ও ভ্যান মালিক সমিতির হস্তক্ষেপে দুপুর ১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *