বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন দেব। বাবা এই শব্দটা জুড়েই থাকে অনেক কিছু। কখনও তা ভাষায় প্রকাশ করা যায় না। চাওয়া পাওয়া থেকে পছন্দ বাবারা নিঃস্বার্থ ভাবে সব উজাড় করে দেন। জড়িয় থাকে অনেক স্মৃতি। অভিমান যতই থাক, বাবার কাছে কোনও দিনই তা বাধা হয়ে দাঁড়ায় না। তাই একদিন নয়, প্রতিটি দিনই হোক বাবাদের জন্য।
Read More News
ExamsWorld