ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়া প্রকাশের চোখের আগুনে ঝড় তুলেছিল পুরো ভারত। সেই থেকে ইশারাকন্যা খ্যাত এ তরুণী। অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও করছেন।
প্রিয়া প্রকাশ ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানে চোখ মেরে বিখ্যাত হয়েছিলেন। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। বিনোদন দুনিয়ার ব্যস্ততা তাঁর লেখাপড়ায় ব্যাঘাত ঘটাচ্ছে। বাণিজ্যে স্নাতক শেষ করতে এখনো এক বছর বাকি ১৯ বছরের এ তরুণীর।
Read More News
সাক্ষাৎকারে প্রিয়া প্রকাশ বলেছেন, শিক্ষকরা চান তিনি যেন লেখাপড়ায় অধিক মনোযোগ দেন। কারণ, তাঁরা মনে করেন, অভিনয়ের তুলনায় লেখাপড়ায় ভালো প্রিয়া। কিন্তু আমি অভিনয়ই করতে চাই।
একইসঙ্গে অভিনয় আর পড়াশোনা নিয়ে এখন ভীষণ ব্যস্ত প্রিয়া প্রকাশ। অভিনয়ের কারণে লেখাপড়া পিছিয়ে যাক, এটা তাঁর পরিবারও চায় না।
‘শ্রীদেবী বাংলো’ দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন প্রিয়া। তবে ট্রেইলার মুক্তির পর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়।
সমালোচনার পর সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে প্রিয়া বলেছেন, ‘এই ছবিতে শুধু আমার চরিত্রের নাম শ্রীদেবী। কে চাইবে এই ধরনের বিতর্ক তৈরি করতে? আমি মনে করি, ট্রেইলার ভালো লেগেছে বলেই চারপাশে এত কৌতূহল। এই ছবি বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী ম্যামকে নিয়ে কি না, তার বিচারের ভার আমরা দর্শককে দিচ্ছি।’
‘শ্রীদেবী বাংলো’ পরিচালনা করেছেন প্রশান্ত মামবুলি। প্রযোজনা করেছেন চন্দ্রশেখর এস কে। এতে অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, অসীম আলি খান ও মুকেশ ঋষি।