ঈদের ছুটি শেষে গত রোববার বিকেলে রুবেল মিয়া (২২) বাসযোগে ঢাকায় ফিরছিলেন। বাসের মধ্যেই অপহরণ চক্রের দুই মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। তারা তাকে ভাইয়ের মতো দেখতে বলে আলাপ আলোচনার মাধ্যমে সখ্যতা গড়ে তুলে। বাসটি সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় পৌঁছালে দুটি মেয়ে রুবেলকে তাদের বাসায় থেকে পরের দিন ঢাকায় যাওয়ার কথা বলে তাকে বাস থেকে নামিয়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে রুবেলকে নিয়ে গিয়ে আটকিয়ে মারধর করে তার বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা চাওয়ায় রুবেলের অসহায় বাবা আব্দুল্লাহ সোমবার সকালে নেত্রকোনা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
Read More News
জানা যায়, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম মুক্তিপণের টাকা নিয়ে গত মঙ্গলবার চান্দনা চৌরাস্তায় পৌঁছে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অপহরণ চক্রের দুই সদস্য পাভেল ও অপুকে আটক করে। পরে তাদের দেখানো মতো চৌরাস্তা ঈদগাহ মাঠের পাশে একটি বাসা থেকে রাত ৩টার দিকে অপহৃত রুবেল মিয়াকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের সঙ্গে জড়িত দুই নারী পালিয়ে যায়।