ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় হার হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৮৬ রান করে স্বাগতিকরা।
ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো। দুজনের ১২৮ রানের জুট ভাঙেন মাশরাফি। ২০তম ওভারে মেহেদী মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অর্ধশতক হাঁকানো বেয়ারস্টো। ২১ রানে জো রুটকে বোল্ড করেন মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু অপর প্রান্তে রানের চাকা সচল রাখেন জেসন রয়। ৩৫তম ওভারে মিরাজের বলে পরপর তিনটি ছক্কা হাঁকানোর পর চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফেরেন রয়। তবে তার আগে খেলে যান ১২১ বলে ১৫৩ রানের অসাধারণ ইনিংস।
Read More News
রয় ফিরে যাওয়ার পরেও বাংলাদেশ বোলাদের স্বস্তিতে থাকতে দেননি জস বাটলার এবং অধিনায়ক ইয়ন মরগান। ৪৪ বলে ৬৪ করে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দিয়ে বিদায় নেন বাটলার। মরগান করেন ৩৩ বলে ৩৫ রান। আর ইংল্যান্ড করে ৬ উইকেটে ৩৮৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ২৮০ রানে। তবে এই হারের মধ্যে একমাত্র সান্ত্বনা সাকিব আল হাসানের সেঞ্চুরি।