রাহুল গান্ধী দশ মিনিটেই সাংবাদিক বৈঠক সারলেন। পরাজয় মাথা পেতে স্বীকার করে বলেন, কোনটা ভুল হয়েছে, আজ এ নিয়ে আলোচনার দিন নয়। জনতা নরেন্দ্র মোদিকে স্বতঃস্ফূর্ত মতদান করেছে। জানতার রায়কে সম্মান জানাচ্ছি।
Read More News
রাহুল গান্ধী জানান, জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। পরাজয় খতিয়ে দেখতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। ভয় করবেন না। এক সঙ্গে লড়ে মোকাবেলা করব আমরা।
অমেঠিতে ঐতিহাসিক হার হয়েছে কংগ্রেসের। ওই কেন্দ্র থেকে তিনবারের সাংসদ রাহুল কার্যত ধরাশায়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানাচ্ছি। ওই কেন্দ্র স্মৃতি ভালবাসা দিয়ে দেখভাল করুক, বলেন রাহুল।