সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। অরিন্দম শীলের পরিচালনায় ‘ত্রৈলোক্য’ নামের ওয়েব সিরিজে কাজ করবেন জয়া আহসান। একজন বাঙালি নারীর যিনি সুন্দরী, বুদ্ধিমতী আবার একইসঙ্গে মূর্তিমান বিভীষিকা। কারণ একের পর এক খুন করে বেড়ান তিনি।
Read More News
বাংলা ও হিন্দিতে দুই ভাষায় প্রচারিত হবে এ সিরিজ। দুটি মৌসুম ধরে প্রচারিত হবে এটি। সিরিজে জয়ার প্রেমিক কালীবাবুর চরিত্রে মুম্বাইয়ের কোনো অভিনেতাকে দেখা যেতে পারে। গোয়েন্দার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।