প্রতিবছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে আন্তর্জাতিক ফ্যাশন আসর মেট গালা। এবারের ৭২তম মেট গালায় ভিন্নরূপে আবির্ভূত হন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পুরো সাজে অনেকটাই অচেনা ছিলেন ৩৬ বছরের এ সুন্দরী।
মেট গালা ২০১৯-এ অন্যতম সম্মানিত অতিথি ছিলেন এই ভারতীয়-কানাডীয় অন্তর্জাল তারকা। নিউইয়র্কের মেট্রোপলিটন শিল্প জাদুঘরে বসে এবারের প্রতীক্ষিত আসর। এ আসরে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন লালগালিচায় হেঁটেছেন। দুই তারকা এখন আলোচনার কেন্দ্রে।
Read More News
মেট গালায় প্রিয়াঙ্কা-দীপিকাকে পেয়ে আনন্দে আত্মহারা জনপ্রিয় ইউটিউবার লিলি সিং। এমনিতেই ঘনিষ্ঠ বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয় মানুষটির সঙ্গে ছবি তুলতে ভোলেননি লিলি। তাঁর সঙ্গে পোজ দিয়েছেন বৈশ্বিক তারকা প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস।