অভিনেত্রী পূজা চেরি মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভুল তথ্য দিয়েছেন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন বরং তিনি বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। নিজে ৪ দশমিক ৩৩ পয়েন্ট পাওয়ার কথা জানালেও তিনি পেয়েছেন ৩ দশমিক ৩৩। রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এই ফলাফল করেন তিনি।
Read More News
সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন পূজা চেরি। নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করেন।
স্ট্যাটাসে পূজা চেরি বলেছেন, ‘আসলে আমি দুঃখিত। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি।