রাশিয়ান বিমানে আগুন, নিহত ১৩

রবিবার রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যাওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করেছে। এখন পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

জানা যায়, বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল। আগুন নিয়ে বিমানটি জরুরি অবতরণের সময় অন্তত পাঁচ জন আহত হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
Read More News

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন লাগার একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুখোই সুপারজেট-১০০ বিমানটি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে। রাজধানী মস্কো থেকে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাত্রার কথা ছিল বিমানটির। তবে কী কারণে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। খবরে বলা হয়েছে, প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *