রবিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ রমজান মাসে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।
Read More News
রোজার মাস শেষ হওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলার দুটিতে জানানো হয়েছে।