‘রঙিন ফানুস’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম

‘রঙিন ফানুস’ শিরোনামে নির্মাতা ওয়াজেদ আলী সুমনের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। আগামী মার্চ থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। তিনি এর আগে ‘নোলক’ -এর চিত্রনাট্য লিখেছেন।
Read More News

মৌলিক গল্প নিয়ে নির্মাণ হবে ‘রঙিন ফানুস’।  সুমন বলেন, এখন আর দর্শক নকল গল্পের ছবি দেখতে চায় না। আমার এই ছবির গল্প একেবারে মৌলিক। এর আগে গত ঈদুল আজহায় আমি নির্মাণ করেছিলাম শাকিব খানকে নিয়ে ‘ক্যাপ্টেন খান’। সুন্দর নির্মাণ নিয়ে সবাই প্রশংসা করলেও আমরা যতটা আশা করেছিলাম ততটা ব্যবসা করতে পারেনি ছবিটি। কারণ ছবিটি নকল গল্পের। তবে এই ছবি দিয়ে আমি দেখাতে পেরেছি কত কম বাজেটে আমরা সুন্দর ছবি নির্মাণ করতে পারি।

ছবিটিতে আরো কারা অভিনয় করবেন এখন সেটা জানাতে চান না পরিচালক ওয়াজেদ আলী সুমন। বললেন, ‘শিগগিরই সংবাদ সম্মেলন করে ছবির সব শিল্পীর নাম ঘোষণা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *