মার্কিন মুলুকে বাস করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। ভারতীয় ভক্তদের ভালোবাসায় ভাটা পড়েনি প্রিয়াঙ্কা প্রতি, প্রিয়াঙ্কা-নিকের যে ছবি বা ভিডিওই সামাজিক মাধ্যমে পোস্ট করা হোক না কেন, তা ভাইরাল হবেই।
Read More News
সাম্প্রতিক ছবিতে প্রিয়াঙ্কাকে নীল ডেনিম জিন্সের সঙ্গে শাদা শার্টের কম্বিনেশনে দেখা যাচ্ছে। তা ছাড়া গায়ে জ্যাকেটে অপূর্ব লাগছে এই হলিউড-বলিউড সুন্দরীকে। প্রিয়াঙ্কার হাত দৃঢ় করে ধরে আছেন গায়ক নিক।
নিকও ম্যাচ করে পরেছেন পোশাক। ঘন নীল প্যান্ট, ধূসর, কালো ও সাদার কম্বিনেশনের টি-শার্ট আর নীল-কালো জ্যাকেটে নিক।
রাজকীয় বিয়ে ও বিবাহোত্তর অভ্যর্থনার পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড়দিন উদযাপন করেন প্রিয়াঙ্কা-নিক। এর পর বরফের দেশ সুইজারল্যান্ডে উদযাপন করেন ইংরেজি নববর্ষ। সেখান থেকে উড়াল দেন ক্যারিবীয় দ্বীপে। দীর্ঘদিনের মধুচন্দ্রিমা শেষে ঘরে ফেরেন নববিবাহিত দম্পতি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে রয়েছেন তাঁরা।
আর কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ ইট নট রোমান্টিক’। এর প্রধান চরিত্রে রয়েছেন রেবেল উইলসন। এ ছাড়া রয়েছেন লিয়াম হেমসওর্থ ও অ্যাডাম ডিভাইন। ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।