তেলেগু চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা কমেডি কিং ব্রহ্মানন্দম-কে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ওই হাসপাতালে খ্যাতনামা কৌতুকাভিনেতার বাইপাস সার্জারি হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনায় শুরু হয় ভারতজুড়ে প্রার্থনা। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সার্জারির পর এ ৬২ বছরের এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ।
Read More News
তেলেগু অভিনেতা ব্রহ্মানন্দম তুমুল জনপ্রিয়। এক হাজারেরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি, যার বেশিরভাগই তেলেগু। তাঁকে সর্বশেষ রবি তেজার ‘নেলা টিকেট’ ছবিতে দেখা গেছে, যেটি বক্স অফিসে ব্যাপক আয় করেছে।
এক হাজারেরও বেশি ছবিতে অভিনয় করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে ব্রহ্মানন্দমের। এই মুহূর্তে এ অভিনেতার ঝুলিতে রয়েছে ১১০০টি সিনেমার রেকর্ড। ২০০৯ সালে তিনি পান ‘পদ্মশ্রী’ পুরস্কার।