চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
আজ সোমবার বিকেল ৩টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে আওয়ামী লীগ সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠ শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করমর্দন করেন। পরে সেখানে রাখা শপথবাক্য পত্রে স্বাক্ষর করেন।
Read More News
এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চ থেকে নেমে এগিয়ে আসেন শেখ রেহানা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রী ছোট বোনকে বুকে জড়িয়ে নেন। কপালে চুমু দেন। শেখ রেহানাও বড় বোনকে জড়িয়ে ধরে রাখেন। পরে প্রধানমন্ত্রী নিজের আসনে গিয়ে বসেন এবং মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান দেখেন।