আজ রোববার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে শেখ হাসিনা প্রথম ভোট দেন। এ সময় তাঁর পাশে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং ওই আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
Read More News
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির সুধা সদনের বাসার ঠিকানার ভোটার। তাঁর ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ। রাজধানীর ধানমণ্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসন। এ আসনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির প্রার্থী আবদুল মান্নান।
শেখ হাসিনা বলেন, আমরা সহিংসতা চাই না, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে। ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার। সে অধিকার তারা প্রয়োগ করবে। যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে।
আমি সব সময়ই আশাবাদী। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে।