ইসি রফিকুল ইসলাম দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
রফিকুল ইসলাম বলেন, বিচারিক ক্ষমতা পুলিশের নেই, র্যাবের নেই, সেনাবাহিনীর নেই, কারও নেই। যার হাতে অস্ত্র থাকে তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। এটা দেশের সংবিধান বিরোধী।
Read More News
যদি কোনো অঘটন ঘটে তাহলে সেনাবাহিনী যেমন যেকোনো লোককে গ্রেপ্তার করতে পারে, তেমনি সহিংস ঘটনা ঘটলে তারা গুলিও চালাতে পারে এবং প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নির্দেশনা নিতে পারে। আর জীবন ও জানমাল রক্ষার জন্য এমনিতেই গুলি চালানো ও গ্রেপ্তার করতে পারে। এখনে বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়।
শুধু নারী নয়, সবাই যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা কমিশন নেবে বলে উল্লেখ করেন রফিকুল ইসলাম।