ঢালিউড কন্যা বিদ্যা সিনহা মিম এখন থাইল্যান্ডে টলিউডের ছবি ‘থাই কারি’ ছবির শুটিং করছেন। শুটিংয়ের অবসরে বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে।
‘থাই কারি’ ছবির পরিচালনা করছেন অঙ্কিত আদিত্য। মিমের বিপরীতে সোহম চক্রবর্তীকে দেখা যাবে।
Read More News
‘থাই কারি’তে মায়া ও অয়ন চরিত্র নিয়ে বড় পর্দায় হাজির হবেন তাঁরা। ছবিটি কমেডি ঘরোনার বলে জানান মিম। তিনি বলে, ‘থাই কারি চমৎকার গল্পের একটা ছবি। প্রেম, বন্ধুত্ব ও প্রবাসীদের জীবনযাপনসহ আরা অনেক কিছু এখানে তুলে ধরা হবে। সব মিলিয়ে ছবিটি দারুণ হবে।
২৪ ডিসেম্বর পর্যন্ত মিম সেখানে শুটিং করবেন। ছবিতে আরো অভিনয় করছেন অভিজিৎ গুপ্ত, সারস্বত, ইন্দ্রনীল, হিরণ প্রমুখ।