আজ বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে রাজশাহী, নড়াইল, জয়পুরহাট ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে বাণিজ্য করে না। বাণিজ্য করেছে বিএনপি। আজ সে জন্য তাদের ঘরে কোন্দল। এক একটা সিটে তিন-চারজন করে নমিনেশন দিয়েছে।
Read More News
শেখ হাসিনা আরো বলেন, একটা জিনিস লক্ষ করবেন, নির্বাচনের স্বাভাবিক প্রচার-প্রচারণায় তারা নেই। কারণ তারা একটা চক্রান্তে ব্যস্ত, ষড়যন্ত্রে ব্যস্ত।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সুধাসদনে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।