আজ শুক্রবার সন্ধ্যায় শহরের সাথির মোড় এলাকায় ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় বহরের দুই গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলায় আহত হয়েছেন ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী।
Read More News
দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের বাসায় বিকেলে জীবা আমিনা খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তার গাড়ি বহর যাওয়ার পথে শহরের সাথিরমোড় এলাকায় দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় আহত হন ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী। গাড়ি থেকে নেমে বিএনপি প্রার্থী জীবা আমিনা খান স্থানীয় একটি বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার পর ঝালকাঠি কলেজ মোড়ে জীবা আমিনা খানের প্রধান নির্বাচনী কার্যলয়ে সংবাদ সংম্মেলন করেছে বিএনপি।