বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাহী বি’র হাতে মনোনয়নপত্র তুলে দেন। এদিকে মাহীসহ যুক্তফ্রন্টের ৩ জনের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।
Read More News
রিটার্নিং কর্মকর্তা বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত আবেদনে চূড়ান্ত মনোনয়নের বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও-১৯৭২)-এর ১৬(২) ও ১৬(৩) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১৭১, মুন্সীগঞ্জ-১ এলাকায় মাহী বদরুদ্দোজা চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। অতএব, মাহী বদরুদ্দোজা চৌধুরীকে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১৭১, মুন্সীগঞ্জ-১-এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। বাছাইয়ের শেষ তারিখ ২ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।