প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের প্রথম ছবি প্রকাশিত

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রথম ছবি প্রকাশিত হলো। সবুজ শাড়ি, হাতে শাঁখা ও সিঁথির সিঁদুরে প্রিয়াঙ্কা চোপড়াকে। আর নিক জোনাস পরেছেন পশ্চিমা পোশাক।

ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়েসহ যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার রাতে খ্রিস্টান মতে চার হাত এক করেন প্রিয়াঙ্কা-নিক আর এ সময় উপস্থিত ছিলেন নিকের বাবা পল কেভিন জোনাস। প্রিয়াঙ্কার বাবা প্রয়াত অশোক চোপড়ার দায়িত্বও পালন করেন তিনি।
Read More News

এর আগে যোধপুরে সপরিবারে পৌঁছায় জোনাস পরিবার। সঙ্গে ছিলেন নিক জোনাসের ভাই জো জোনাস ও তাঁর বান্ধবী ব্রিটিশ অভিনেত্রী, ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারও। বিয়ে উপলক্ষে কয়েকদিন ধরেই নানা আয়োজন চলছে উমেদ ভবন প্রাসাদে। গতকাল রোববার হিন্দু রীতিতে বিয়ে সারেন ৩৬ বছরের প্রিয়াঙ্কা ও ২৬ বছরের নিক।

শনিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন নববধূ প্রিয়াঙ্কা। সঙ্গে দেন বিশেষ একটি বার্তাও। বলেন, তাঁদের সম্পর্কের বিশেষ একটি দিক হলো, দুই পরিবারের সবাই একে-অপরের বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করে। গত আগস্টে মুম্বাইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে বাগদান হয় প্রিয়াঙ্কা-নিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *