কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় সাংসদ বদি গাড়িতেই ছিলেন। হামলায় তাঁর গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যং তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
Read More News
তদন্ত কর্মকর্তা জানান, সাংসদ বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
জানা গেছে, সাংসদ বদি দলীয় কয়েকজন নেতাসহ নিজস্ব জিপ গাড়িতে করে উখিয়া থেকে টেকনাফে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় পেছনে অপর আরেকটি গাড়িতে সাংসদ বদির স্ত্রী আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীনা আক্তারও ছিলেন।