মাদাম তুসো জাদুঘরে উঠছে দীপিকার মোমের মূর্তি

ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের অন্যতম তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। কড়া নিরাপত্তায় বিয়ে হয়েছে এই জুটির। মুঠোফোনও নিতে বারণ ছিল সেখানে। দুদিনের অনুষ্ঠান শেষে ভক্তদের ভালোই অপেক্ষা করতে হয়েছে তাঁদের বিয়ের প্রথম ছবি দেখার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আসতেই অসংখ্য মানুষ শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
Read More News

শোনা যাচ্ছে, নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাকি বিমা করিয়েছেন এই তারকা জুটি। বি-টাউনে বিয়ের বিমা আর কোনো জুটি করিয়েছেন কি না, তার খবর এখনো পাওয়া যায়নি।

হৃতিক রোশন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ, শিল্পা শেঠি, ফারাহ খান, করণ জোহর, উর্বশী রাউতেলা, নিমরাত কৌর, কপিল শর্মা, মাধুরী দীক্ষিতসহ অসংখ্য তারকা ও ভক্ত দীপবীরকে শুভেচ্ছা জানিয়েছেন।

মাদাম তুসোর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও দীপবীরকে অভিনন্দন জানিয়েছে। তবে শুধু অভিনন্দন নয়, সঙ্গে আছে বিশেষ উপহারও। মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরেই দীপিকার মোমের মূর্তি উন্মোচন করা হবে।

মাদাম তুসোর অফিশিয়াল টুইটারে লেখা হয়েছে, দীপিকা পাডুকোনকে অভিনন্দন জানাই! আমরা তোমাকে আর বেশি উত্তেজনার মধ্যে রাখব না। আগামী বছরই উন্মোচন করা হবে তোমার মোমের মূর্তি!

চলতি বছরের শুরুতেই দীপিকা ঘোষণা দিয়েছিলেন, মাদাম তুসোর লন্ডন ও দিল্লির জাদুঘরে তাঁর মোমের মূর্তি প্রতিস্থাপিত হতে চলেছে।

লন্ডনে মাদাম তুসোর জাদুঘরে ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, সালমান খান, ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন বলিউড ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে। দীপিকার মোমের মূর্তি তৈরি করছেন বিখ্যাত শিল্পীরা। লন্ডনে নির্দিষ্ট পরিমাপ ও আলোকচিত্রের জন্য মাদাম তুসোর বিশেষজ্ঞদের সাথে দেখাও করেছেন দীপিকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *