কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে দুই ছেলেকে সঙ্গে নিয়ে আজ সকালে গাজীপুরের নুহাশপল্লীতে গিয়েছিলেন মেহের আফরোজ শাওন।
Read More News
আফরোজ শাওন বলেন, সকালে নুহাশপল্লীতে ছিলাম। কবর জিয়ারত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরেছি আমরা। সেখানে নিষাদ ও নিনিত তাদের বাবার স্মরণে কবুতরও উড়িয়েছে।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেহের আফরোজ শাওন আজ দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে ‘হুমায়ূন মেলা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানান। মেলায় হুমায়ূন আহমেদের লেখা গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী। এ ছাড়া কিংবদন্তি এই লেখককে স্মরণে চিত্রাঙ্কন করবে শিশুশিল্পীরা।
এদিকে, শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে বিকেল ৩টায় হুমায়ূন আহমেদের একক বইমেলা উদ্বোধন করতে যাবেন মেহের আফরোজ শাওন। বিকেল ৫টায় জাতীয় জাদুঘরে হুমায়ূন আহমেদকে নিয়ে এক অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।