জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর

আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনী মেলার উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা জানান, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ করে ৩০ ডিসেম্বর করা হয়েছে।

সিইসি বলেন, বিএনপি, ঐক্যফ্রন্ট, বিকল্পধারাসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা অত্যন্ত স্বস্তির বিষয়। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কারণ আমাদের বিশ্বাস ছিল, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই আলোকে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
Read More News

সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। আর ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর। তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *