প্রধানমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন চার টেকনোক্র্যাট মন্ত্রী। তারা হলেন, মোস্তফা জব্বার (ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী) প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্রগুলো জমা দেয়া হয়েছে বলে টেকনোক্র্যাট চার মন্ত্রীর দফতর থেকে জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ আসে। মঙ্গলবার দুপুরে এমনটাই জানান ওবায়দুল কাদের। এসময় তিনি আরো জানান, সংলাপ শেষে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংলাপ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশনার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন এই চার মন্ত্রী।
Read More News
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, চারজন টেকনোক্র্যাট মন্ত্রী তাঁদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন। প্রধানমন্ত্রী তা অনুমোদন করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সেটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠাবে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে।