ড. কামাল হোসেন বলেন, পুলিশ হেফাজতে ব্যারিস্টার মইনুল হোসেনকে লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানান এবং দ্রুত তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।
Read More News
ড. কামাল বলেন, রংপুর আদালতে নেওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা মইনুল হোসেনের ওপর আক্রমণ করে এবং তাঁকে লাঞ্ছিত করে। তিনি বলেন, পুলিশ হেফাজতে আদালতে তাঁর ওপর হামলা পৈশাচিক ও অপমানজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সরকারের কাছে হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়ে ড. কামাল।