জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আজ সোমবার দুপুরে মতিঝিলের চেম্বারে শুভেচ্ছা বিনিময় করতে গেলে ড. কামাল হোসেন বলেন, আজ আমি অনেক সৌভাগ্যবান। আমার আর কোনো চিন্তা নেই।
ড. কামাল হোসেন বলেন, এমন একজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। এখন আমার আর কোনো চিন্তা নেই। বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় আমরা খুবই গর্বিত। আমি এখন অবসরে চলে গেলেও আমার আর কোনো অতৃপ্তি থাকবে না।
Read More News
এদিকে কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা দুই ভাই লড়াইয়ে জিতব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মফিজুল ইসলাম কামাল প্রমুখ।